Good decision for messi
বিশ্বকাপে ব্যর্থ হলেও অবসরে যাবেন না মেসি স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2018-05-16 15:59:21.0 BdST Updated: 2018-05-16 15:59:21.0 BdST রাশিয়া বিশ্বকাপে দলের ফল যাই হোক আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন লিওনেল মেসি। অতীতে হুট করে অবসরের ঘোষণা দেওয়ার জন্য দুঃখ প্রকাশও করেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। আর্জেন্টিনা অধিনায়ক মনে করেন, বিশ্বকাপে সেরা চারে পৌঁছলেই সফল বলা যাবে দলকে। এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেসি ছাড়াও আক্রমণভাগে আছেন পাওলো দিবালা, দিয়েগো পেরোত্তি, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইনদের মতো তারকারা। ব্রাজিলে চার বছর আগে জার্মানির কাছে ফাইনালে হারা দলটির চেয়ে এবারের দলকে শক্তিশালী বলছেন অনেকেই। গত বিশ্বকাপ ফাইনালের পর টানা দুই কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর ২০১৬ সালে অবসরের ঘোষণা দেন মেসি। ওই ঘোষণা ভুল ছিল স্বীকার করেছেন এই তারকা ফরোয়ার্ড। আর্জেন্টিনার টিভি টিওয়াইসি স্পোর্টসকে সম্প্রতি এক সাক্ষা...